Wellcome to National Portal
Main Comtent Skiped

our acheivements

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, মেহেরপুর এর প্রধান কাজ হচ্ছে অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা, জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনা কর্তৃক নির্ধারিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগ সংক্রান্ত আর্থিক ও আইনী সমস্যার সমাধান। জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো, মেহেরপুর এর মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে মোট ৮৬.৫০ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে ৫০.১২১৫ কোটি টাকা অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৭.৯৫ শতাংশ। অনুরুপভাবে ২০১৯-২০ ও ২০২০-২০২১ অর্থবছরে মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা যথাক্রমে ৫৮ কোটি এবং ৫৫ কোটি যার বিপরীতে অর্জন হয়েছে যথাক্রমে ৪৪.৮৫ কোটি এবং ৫৫.৬০৮০ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার যথাক্রমে ৭৭.৩২ ও ১০১ শতাংশ। বিগত বছরগুলোতেও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক। অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার চালু হয়েছে। ফলে জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন কার্যক্রমে ইএফটি চালুসহ সঞ্চয়পত্র স্কিপ্টলেস করা হয়েছে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়েছে। ডুপ্লিকেট সঞ্চয়পত্রও অনলাইনে ইস্যু করা হচ্ছে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারীগণকে এনআইডি/টিআইএন নম্বর ভিত্তিক উৎসে কর কর্তন বিবরণী প্রদান করা হচ্ছে।